নীরব প্রেম
অরুপ গুহ
এত রং ছিল ও আলোয়
এত ভাষা ছিল ও চোখে
পূর্ণিমা চাঁদ উঠেছিল গগনে
কিছু কথা ছিল ও মুখে৷
না বলা বহু কথা,না দেখা কতো স্মৃতি
ঝাপসা চোখে দেখেছি তোমায় আলোর ঝরনায়
কতোভাবে কতোরূপে,না বলা কথাগুলো
পড়েছি আমি তোমার ও দু চোখে৷
এত প্রেম ছিল এত ভালোবাসা
বসন্ত হয়ে এসেছিলে একদিন
তবু নীরব তোমার ও চোখের ভাষা
পড়া হয়ে ওঠে নি সেদিন৷
সেদিনও পলাশ ফুটেছিল বনে
শিমূল আগুন ঝরিয়ে ছিল
কৃষ্ণচূড়া রাধাচূড়ার পথে
নীরবে প্রেম এসেছিল৷
সেদিনও মাদল বেজেছিল
মনে উঠেছিল ঝড়
সেদিনও পলাশ ফুটেছিল
পাখি বেঁধেছিল ঘর৷
সেদিনও কোকিল ডেকেছিল বনে
ঝরা পাতার বেলায়
সেদিনও সুর উঠেছিল মনে
নীরব বসন্ত বেলায়৷
এসেছিলে তুমি বসন্ত হয়ে
ঝরা পাতার আঙিনায়
আগুন পলাশ ছুয়েছিল মন
প্রেমের দুনিয়ায়৷
তুমি আমার নীরব প্রেম,নীরব ভালোবাসা
ও চোখের পাতায় পড়েছি আমি নীরব প্রেমের ভাষা৷
তথ্যসূত্রঃ
১। গল্প শেয়ার