কোষঃ
কোষের গঠনঃ
কোষের বৈশিষ্ট্য
১। একটি কোষে জিবনের জন্য সকল প্রয়জনীয় উপাদান থাকে।
২। একটি কোষ তার প্রয়জনীয় সকল কাঁচামাল সংগ্ৰহ করতে পারে।
৩। একটি কোষ তার সংগ্ৰহ করা কাঁচামাল থেকে শক্তি উৎপাদন করতে পারে।
৪। একটি কোষ নিজে থেকে বেড়ে উঠতে পারে ও তার বেড়ে ওঠাটা সুনিয়ন্ত্রিত হয়।
৫। একটি কোষ নিজে থেকে চারোপাশের সকল উত্তেজনায় সারা দিতে পারে।
৬।একটি Homeostatic অবস্থা (অর্থাৎ পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতিঅবস্থা) বজায় রাখতে পারে।
৭| চারোপাশ পরিবর্তন হওয়ার সাথে সাথে নিজেকে আভিজোজিত করতে পারে বা মানিয়ে নিতে পারে।
কোষের প্রকারভেদঃ
কাজের উপর ভিত্তি করে কোষকে ২ ভাগে ভাগ করা যায়
(ক)দেহকোষ।
(খ)জনন কোষ।
কোষ বিভাজনঃ
কোষ বিভাজন তিন প্রকার। যথাঃ
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস