দেখতে দেখতে ড্র অনুষ্ঠিত হয়ে গেলো কাতার বিশ্বকাপ ২০২২ এর।
কাতারের রাজধানী দোহায় সন্ধ্যা ৭ টায়, ৩২ টি দলকে ৮ টি গ্রফে বিভক্ত করে ড্র অনুষ্ঠিত হয়, যাদের মধ্যে ২৯ টি দল কনফার্ম হয়েছে এবং বাকি ৩ টি দল এখনো বাচাই পর্ব খেলছে।
২১শে নভেম্বর আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হবে, যেটি আয়োজক কাতার ও ইকুয়েডরের মধ্যে অনুষ্ঠিত হবে। এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৮ই ডিসেম্বর।
কাতার বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল মাসকটের নাম ‘লায়িব’ (La’eeb), এর বাংলা অর্থ হলো ‘দক্ষ খেলোয়াড়’।
কাতার বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল বলের নাম ‘আল রিহলা’ (Al Rihla)। ‘আল রিহলা’র বাংলা হলো সফর। ‘আল রিহলা’ নামটি ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক বই “আল-রিহলা” থেকে অনুপ্রাণিত।
ফিফা এবারের বিশ্বকাপের একাদিক থিম সং প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যার প্রথম থিম সং Hayya Hayya(Better Together) ইউটিউবে প্রকাশ করেছে। গানটি শুনতে ক্লিক করুন: গানের লিংক। গানটিতে বেটার টুগেদারের বার্তা দেওয়া হয়েছে। কণ্ঠ দিয়েছেন আমেরিকান শিল্পী কারডোনা, আফ্রিকান শিল্পী ডাভিডো, কাতারের শিল্পী আইশা।
তাহলে দেখে নেয়া যাক কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুফ গুলো কেমন হলো:
গ্রুফ এ:
নেদারল্যান্ড, ইকুয়েডর, সেনেগাল, কাতার
গ্রুফ বি:
ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ইউক্রেন/ওয়েলস/স্কটল্যান্ড(এই তিন দলের একটি, এরা বর্তমানে ইউরো প্লে-অফ খেলছে)
গ্রুফ সি:
আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরবিয়া
গ্রুফ ডি:
ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/আরব আমিরাত(এই তিন দলের একটি, এরা বর্তমানে ফিফা বাচাই পর্ব খেলছে)
গ্রুফ ই:
জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড(এই দুই দলের একটি, এরা বর্তমানে ফিফা বাচাই পর্ব খেলছে)
গ্রুফ এফ:
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুফ জি:
ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুফ এইচ:
পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিন কোরিয়া
Posted by Sazzad Hossain